Seasons of Bangladesh

বাংলাদেশ ষড়ঋতুর বা ছয়টির ঋতুর দেশ। বাংলা পঞ্জিকায় বারো মাস ছয়টি ঋতুতে বিভক্ত। অর্থাৎ দুই মাসে একটি ঋতু। বাংলা মাসগুলোর নাম বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন, ও চৈত্র। আর ঋতুগুলোর নাম গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত। বাংলাদেশ ভিন্ন ভিন্ন ঋতুতে ভিন্ন ভিন্ন রূপে সাজে। কোন ঋতুতে বাংলাদেশের প্রকৃতি হয়ে ওঠে লাল, কোনো ঋতুতে সাদা রঙটি থাকে সবচে প্রকট আবার কোনো ঋতুতে পাকা শস্যের সোনালী রঙে সাজে বাংলাদেশের গ্রামগুলো। 

Bangladesh is a country with six seasons. In the Bangla calendar, the twelve months are divided into six seasons. That means, every two months constitute a season. The names of the Bangla months are Boishakh, Joishtho, Asharh, Shrabon, Bhadro, Ashshin, Kartik, Ogrohayon, Poush, Magh, Phalgun, and Choitro. And the names of the seasons are Grishsho, Borsha, Shorot, Hemonto, Sheet, and Boshonto. Bangladesh decorates itself in different appearances in different seasons. In one season, Bangladesh becomes red, and in another seasons it is white. Again, in some other season, the villages of Bangladesh become golden with the color of the ripe harvest.

গ্রীষ্মকালে বাংলাদেশে প্রচণ্ড গরম পড়ে। এই ঋতুর সঙ্গে বাংলা পঞ্জিকায় বছর শুরু হয়। বৈশাখ বাংলা বছরের প্রথম মাস। বৈশাখ মাস শুরু হয় এপ্রিলের মাঝামাঝি সময়ে। পহেলা বৈশাখ বাংলাদেশীদের জন্য একটি উৎসবের দিন। এই দিনে নানান রকম দেশী খাদ্য তৈরি করে তারা। এরমধ্যে পান্তাভাত আর ইলিশ মাছভাজা খুব জনপ্রিয়। এই দিন বৈশাখী মেলা বসে বিভিন্ন স্থানে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বের হয় ঐতিহ্যবাহী মঙ্গল শোভাযাত্রা। জাতীয় উদ্যান রমনায় অনুষ্ঠিত হয় বর্ষবরণ অনুষ্ঠান। এই অনুষ্ঠানে নাচ ও গানের মাধ্যমে নতুনকে আহ্বান জানানো হয়। বৈশাখ জ্যৈষ্ঠ মিলে গ্রীষ্ম ঋতু। গরমকালে বাংলাদেশের নদীনালায় পানি কমে যায়। ফলে নদীপথে যাতায়তও কমে যায়। সাধারণত এই ঋতুর শেষের দিকে বড় ঝড় হয়। এই ঝড়ের নাম কালবৈশাখী ঝড়। এই ঝড়ে বহু বাড়িঘর গাছপালা ধ্বংস হয়। অন্যদিকে, এই ঋতুতে অনেক সুমিষ্ট ফল পাওয়া যায়, যেমন আম, জাম, লিচু, কাঠাল ইত্যাদি।

It is very hot in the Summer in Bangladesh. Bangla calendar starts with this season. Boishakh is the first month of the year. Boishakh starts in mid-April. The first Boishakh is a day of festivity for Bangladeshis. On this day, they prepare different desi dishes. Among those dishes, watered rice and fried Hilsha fish are the most popular. People arrange fairs in various places. A traditional rally called Mongol Shobhajatra takes place at the Dhaka University area. A program of welcoming the New Year takes place in the national park named Ramna. In this program, people dances and sings to welcome the new. Boishakh and Joishtho constitute the summer. During summer, the water of the rivers of Bangladesh decreases. As a result, traveling along the waterways decreases as well. Some big storms occur toward the end of this season. They are called “Kalboishakhi” storms. Many houses and plants get destroyed in these storms. On the other hand, it is a season of fruits, fruits like mango, berries, lichi, jackfruits, and so on.

গ্রীষ্মের কাঠফাটা রোদের পরে আসে বর্ষাকাল। আষাঢ় এবং শ্রাবণ মাসে মিলে বর্ষাকাল। আষাঢ় মাস শুরু হয় মধ্য জুনে। এই ঋতুতে মৌসুমী বায়ুর প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হয়। ফলে নদীনালা, খালবিল, পুকুর ইত্যাদি পানিতে ভরে ওঠে। নৌপথে যাতায়ত বেড়ে যায়। বর্ষাকালে খালে কিংবা নদীতে নৌকাবাইচ হয়। বৃষ্টির পানি পেয়ে গাছপালা সতেজ হয়ে ওঠে। চারোদিক ছেয়ে যায় সবুজ রঙে। বর্ষাকালে ভাটি অঞ্চলে দেবী মনসার উদ্দেশ্যে পালাগানের আয়োজন হয়। বৃষ্টির কারণে খুব বেশি বের হওয়া যায় না। ফলে ঘরের মধ্যে মানুষ নানা রকম সৃষ্টিশীল কাজ করে থাকে। যেমন, গ্রামের মেয়েরা এসময় নকশী কাঁথা বোনে। সেসব নকশী কাঁথা গ্রামবাংলার নানান চিত্র ফুটিয়ে তোলা হয়। বর্ষাকালে পথেঘাটে কদম ফুল ফুটে থাকে। তবে বর্ষাকাল অনেকের জন্য দুর্ভাগ্যও নিয়ে আসে। এসময় নদীগুলোর পাড় ভেঙে বহু লোকের ঘরবাড়ী নষ্ট হয়। বিভিন্ন অঞ্চলে বন্যা দেখা দেয়। বন্যা ফসল, রাস্তাঘাট নষ্ট হয়, নানারকম পানিবাহিত রোগের প্রাদুর্ভাব ঘটে। 

After the extreme heat of the Summer, there comes the rainy season. The months of Asharh and Sharbon constitute the rainy season. The month of Asharh starts in mid-June. This season, it rains a lot due to the influence of the monsoon. As a result, the rivers, canals, and ponds become full of water. Commutes via waterways increase. Boat races are arranged on the canals and rivers. The trees get alive with the rainwater. There are green colors all around. In the lower regions, people arrange song festivals for the local goddess Manasa. People can’t go out a lot due to the heavy rain. So, they do much creative work at home; for instance, the village women weave intricate quilts. In those quilts, they create different rural motifs. The Kadam flower, a signature of this season, is abundant on roadsides. But the rainy season brings some misfortunes as well. Many riverside houses get destroyed because of the damage done by the rivers. Floods occur in many areas. Those floods damage crops and roads and bring many waterborne diseases.

শরৎ ঋতু শুরু হয় গ্রেগরিয়ান পঞ্জিকা অনুযায়ী মধ্য আগস্টে। ভাদ্র ও আশ্বিন এই দুইমাস শরৎ কাল। শরৎকালে আকাশ বেশ পরিষ্কার থাকে। মাঝে মাঝে আকাশে সাদা মেঘ ভেসে বেড়ায়। বিভিন্ন জলাশয়ে এই ঋতুর পরিচয়বাহী রঙ সাদা। পুকুরে আর খালে বিলে  সাদা শাপলা, বাড়িতে বাড়িতে সাদা শিউলি ফুল, এবং নদীর পাড় ঘেঁষে ফোটা সাদা রঙের কাশফুল থাকে।  শরতে তাল পাকে। শরতের সকালে ঘাসের উপর শিশির পড়ে। বাঙালি হিন্দুদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দূর্গাপুজা এসময়ে অনুষ্ঠিত হয়। এই পুজোর সময় ঢাকের আওয়াজে চারদিক মুখরিত হয়ে ওঠে। শরৎ যেন পূজাপার্বনেরই ঋতু। এই ঋতুতে হিন্দুদের  লক্ষী পূজা ও শ্যামা পূজাও অনুষ্ঠিত হয়। 

The Shorot season starts in the mid-August of the Gregorian calendar. The month of Bhadro and Ashshin constitutes the Shorot season. During the Shorot, the sky is very clear. Occasionally the white clouds float around the sky. The signature color of this season is white. There are white lilies in the ponds and canals, there are white jasmines in the yards of the houses, and on the river banks, there are white Kash flowers. Palm fruit ripens in this season. The season brings the dews on the grass in the morning. The biggest festival of Bengali Hindus, the Durga Puja, is celebrated in this season. During this Puja, the big drums, called Dhak, can be heard from all around. The Shorot is a season of Pujas and festivals. Hindus celebrate Laxmi Puja and Shyama Puja in this season.

বাংলা পঞ্জিকার চতুর্থ ঋতু হচ্ছে হেমন্ত। হেমন্ত শুরু হয় মধ্য অক্টোবর থেকে। কার্তিক ও অগ্রহায়ণ এই দুইমাস মিলে হেমন্ত কাল। এই ঋতু নতুন ফসল ঘরে তোলার ঋতু। পাকা ফসলের সোনালী রঙে খেতগুলো ঝলমল করে। শুরু হয় ধান কাটার মওশুম। নতুন ফসল ঘরে তুলে কৃষকেরা নানান রকম মিষ্টান্ন তৈরি করে। এই ঋতুতে সবচেয়ে বড় উৎসব নবান্নের উৎসব। এই উৎসবে নতুন শস্যের খাদ্য তৈরি করে আত্মীয় স্বজনকে নিমন্ত্রণ করে এনে খাওয়ানো হয়। গ্রামে গ্রামে নবান্নের মেলা বসে। সেখানে দেশীয় নৃত্য, গান, লাঠিখেলাসহ নানারকম ঐতিহ্যবাহী অনুষ্ঠান দেখতে পাওয়া যায়। হেমন্ত ঋতুর শেষের দিকে আবহাওয়া ঠাণ্ডা হতে থাকে।

The fourth season of Bangla calendar is the Hemonto. The Hemonta starts in mid-October. The season of Hemonto consists of Kartik and Ogrohayon months. This is the season of harvesting ripe crops. The fields dazzle with the golden color of ripe crops. This is the season when people harvest rice paddies. The farmers, after getting the fresh harvest home, prepare different kinds of sweet dishes. The biggest festival of this season is the New Food or Nabanno, as it is called in Bangla. In this festival, people cook food with the newly harvested crops and invite friends and relatives. They arrange a lot of village fairs. In those fairs, they arrange folk dances and songs, sports like fighting with sticks. At the end of Hemonto, the weather starts to become cold.

শীত বাংলা পঞ্জিকার পঞ্চম ঋতু। পৌষ ও মাঘ মাস নিয়ে শীতকাল। মধ্য ডিসেম্বরে শুরু হয় শীতকাল। শীত ঋতুতে বাংলাদেশের বিভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন পরিমাণ  ঠাণ্ডা পড়ে। উত্তরাঞ্চলে সবচেয়ে বেশি ঠাণ্ডা পড়ে।  এই ঋতুতে বাংলাদেশে বৃষ্টিপাত ঝড়বাদল ইত্যাদি হয় না। ফলে বেড়ানোর জন্য এই ঋতু আদর্শ। কিন্তু শীত কালের প্রকৃতি অত সবুজ সতেজ নয়। শীতকালে গাছের পাতা ঝরে যায়। চারদিকের প্রকৃতি ধূসর হয়ে হয়ে ওঠে। তবে এ সময় অনেক শাকসবজীর চাষ হয়, যেমন ফুল কপি, বাঁধা কপি, লাল শাক, পালং শাক, লাউ, মুলা এবং শিম ইত্যাদি। কোন কোন অঞ্চলে দিগন্ত জুড়ে সরিষার হলুদ ফুল দেখা যায়। সকালে এসব শাকসবজি আর ঘাসের উপর শিশির পড়ে। শীতের অন্যতম আকর্ষণ খেজুরের রস আর নানান রকম পিঠা। শীতে পিঠার উৎসব অনুষ্ঠিত হয়। গ্রামেগঞ্জে রাত্রে যাত্রাপালা, পুতুলনাচ আর পালাগানের আসর বসে।  

Winter is the fifth season of Bangladesh. It consists of Poush and Magh months. It starts in mid-December.

Different regions of Bangladesh get cold in different degrees in the winter. The north region of Bangladesh gets very cold. It does not rain in the winter in Bangladesh. That is why it is the ideal season for traveling. But the nature in the winter is not that green and alive. The trees shed their leaves in the winter. The natural surroundings become gray. However, various vegetables and leafy greens are grown in the winter, for instance cauliflower, cabbage, red spinach, green spinach, gourd, horseradish, and beans. In some regions, one can see mustard flowers spread out up to the horizon. Dew forms on these vegetables, leafy greens, and grasses. Two of the main attractions of winter are date juice and different rice cakes, called pitha. People arrange Pitha Festival (cake festival) during the winter. Some nights they arrange local theater, puppet shows, and song battles in the villages.    

বসন্ত বাংলা পঞ্জিকার শেষ ঋতু। ফাল্গুন ও চৈত্র মাস মিলে বসন্তকাল। বসন্তকাল শুরু হয় মধ্য জানুয়ারি মাসে। এই ঋতুতে প্রকৃতি আবার সজীব হয়ে ওঠে। গাছে গাছে নতুন পাতা গজায়। সবুজে ভরে ওঠে চারদিক। সেই সবুজের মাঝে লাল হলুদ রঙের ফুলের সমারোহ দেখা যায়।এই ঋতুতে ফোটে এমন ফুলের মধ্যের পলাশ, শিমুল এবং কৃষ্ণচূড়া অন্যতম। এভাবে নানান রঙের সমারোহে শীতের ধূসরতা দ্রুত দূর হয়ে যায়। পহেলা ফাল্গুনে বাংলাদেশীরা বসন্তবরণ উৎসব পালন করে। ছেলে মেয়ে সেদিন হলুদ রঙের পোশাক পরে বেড়াতে বের হয়। এই ঋতুতে হিন্দু ধর্মালম্বীরা পালন করে বাসন্তী পূজা এবং দোলযাত্রা। দোলযাত্রায় ছেলে মেয়েরা নানা রঙের আবির একে অপরের মুখমণ্ডলে মেখে আনন্দ করে। চৈত্র মাসে গরমের মাত্রা বেড়ে যায়। চারদিকের ফসলী জমি শুকিয়ে যায়। এই মাসের শেষ দিন বাঙালিরা চৈত্র সংক্রান্তি নাম উৎসব পালন করে।       

The final season of Bangla calendar is Spring. The month of Falgun and Choitro constitute the Spring season. Bangla Spring starts in mid-January. Nature becomes alive again in this season. The trees grow new leaves. Nature becomes green all around. In the middle of that green, one can see lots of flowers, some are red, some are yellow. The flowers that bloom in this season are predominantly Polash, Shimul, and Krishnocura. Thus with these colors, the grayness of the winter decreases very fast. The people of Bangladesh celebrate the festival called Bashantoboron, that is “Welcoming the Spring.” Young people get out in yellow attire. The Hindus celebrate Bashonti Puja and Doljatra, two of their religious festivals related to the Spring season. In Doljatra, young people play with “abir”, a type of colorful powders, they apply those powders on each other’s face. The weather becomes hot in the month of Choitro. The agricultural fields get dried out during this month. Bangalees celebrate the festival called “Choitroshonkranti” to mark the end of the year.